নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে দ্রুত মোটরসাইকেল চালিয়ে মোড় ঘোরার সময় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার( ৮জুন)বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার গদাইপুর আব্দুল লতিফ কলেজের পাশে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শুভেন্দু সানা। সে কাদাকাটি ইউনিয়নের যদুরডাঙ্গা গ্রামের প্রকাশ সানার ছেলে।
নিহত যুবকের মাসি রাধারানী জানায়, বৌভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যদুরডাঙ্গা গ্রাম থেকে হেতালবুনিয়ায় যাচ্ছিল শুভেন্দু। প্রতিমধ্যে গদাইপুর আব্দুল লতিফ কলেজের মোড় অতিক্রম করার সময় মাছের ঘেরের পিলিয়ারের সাথে মাথায় ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা অবনতি দেখে খুলনায় মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]