আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।
সোমবার তিনি বিদ্যালয়ে গমন করেন।
পরিদর্শনকালে ক্ষুদে ডাক্তার টিমের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম, সকল শ্রেণির কার্যক্রম পরিদর্শন ও শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের ব্যক্তিগত খোজ খবর নেওয়া, বাচ্চাদের ক্রীড়া সামগ্রী ব্যবহার দেখা, শিশু শ্রেণির কার্যক্রম দর্শণ, ছাদের বাগান, মুজিব কর্ণার ও হাত ধোয়া ব্যবস্থা দর্শন এবং স্কুলে প্রবেশের সময় তাপমাত্রা পরিমাপ কার্যক্রম দেখেন।
সার্বিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম ও স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]