জি এম আল ফারুক,(আশাশুনি): আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে চিলেডাঙ্গা সড়কে তালের বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলার উদ্যোগে আশাশুনি বুধহাটা সড়কের চিলেডাঙ্গা যাত্রী ছাউনির কাছ থেকে চিলেডাঙ্গা গ্রাম পর্যন্ত পাকা সড়কের দু’পাশে তালের বীজ রোপন কর্যক্রম হাতে নেওয়া হয়েছে।
৫ শতাধিক তালের বীজ রোপনের লক্ষ্য নির্ধারন করে উদ্বোধনী দিনে ২ শতাধিক তাল বীজ রোপন করা হয়। নিজে হাতে বীজ রোপন করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্কাউটস আশাশুনির কমিশনার প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব, উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক ড. আবুল হাসান, কোষাধ্যক্ষ জুলহাজ উদ্দিন, স্কাউটস শিক্ষক ও সদ্য এ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার কোস সম্পন্নকারী সেলিনা আক্তার, প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডল, প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ও রোপন কাজে সহযোগিতা করেন।
ক্যাপশান: আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা সড়কে তালের বীজ রোপন কার্যক্রম উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]