আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে চেতনানাশক দ্রব্য স্প্রে করে বাড়ির লোকজন অচেতন হয়ে পড়লে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(২৭ আগস্ট) দিবাগত রাতে ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে জলিল উদ্দীন ঢালীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। মৎস্য চাষী জলিল উদ্দীন ঢালী ঘটনার রাতে মৎস্য ঘেরে ছিলেন। বাড়ির লোকজন রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় পিছনের জানালার গ্রীল বাকিয়ে ভিতরে ঢোকে। এরপর জলিল ঢালীর ছেলে মনিরুজ্জামান পলাশের কক্ষে চেতনানাশক স্প্রে করলে পলাশ ও তার স্ত্রী অচেতন হয়ে যায়। এসময় চোরেরা ঘরের আলমারীসহ বিভিন্ন জায়গা থেকে নগদ ২ লক্ষাধিক টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে নেয়। এরপর জলিল ঢালীর স্ত্রীর কক্ষে ঢুকে কানের দুল নেওয়ার সময় তিনি জেগে গিয়ে কে কে বলে চিৎকার করলে চোরেরা দ্রæত পালিয়ে যায়।
চোরেরা ঘরের কাগজপত্র, কাপড় চোপড়সহ অন্যান্য মালামাল তছনছ করে। এরিপোর্ট লেখা পর্যন্ত পলাশের স্ত্রী সামান্য চেতনা ফিরে পেলেও পলাশের চেতনা ফেরেনি। অপরদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেকগুলো বাড়িতে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটে আসছে। এতে মানুষের মনে হতাশা ও ভীতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]