আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে প্রকাশ্য দিবালোকে তালা ভেঙ্গে বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার সকাল সাত টার দিকে নৈকাটি গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে আসাদুল সরদারের বাড়িতে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে আসাদুল সরদারের স্ত্রী আসমা খাতুন তার মেয়েকে নিয়ে প্রাইভেট পড়াতে যান। এসময় একটা কালো মাস্কপরা লোককে তারা বাড়িতে ঢুকতে দেখেন। চোর ঘরের বারান্দা ও ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে চুরির ঘটনা ঘটায়। চুরি শেষে চোর ফেরার পথে স্থানীয় তরিকুল ইসলাম দেখতে পেয়ে ধাওয়া করে কামালকাটি ব্রীজ পর্যন্ত গেলেও ঘন কুয়াশার মধ্যে চোরকে নাগালে আনতে পারেনি।
আসাদুল সরদারের স্ত্রী জানান, চোরেরা নগদ টাকা, স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে নিয়ে গেছে। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সিয়াবুল ইসলাম সিহাব ঘটনাস্থান পরিদর্শন ও ঘটনাটি নিশ্চিত করেছেন।
অপর দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে শ্বেতপুর গ্রামের প্রভাষক আবুল কালাম ঢালীর বাড়িতে এচুরির ঘটনা ঘটে। বাড়ির লোকজন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে চোরেরা বিষাক্ত দ্রব্য স্প্রে করে বাড়ির লোকজনকে অচেতন করার চেষ্টা করে। সবাই অচেতন হয়েগেছে ধারনা করে রাত্র ৩ টার দিকে চোরেরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ও তালা কেটে একটি কক্ষে ঢুকে আলমারী ভেঙ্গে টাকা ও সোনাদানা ডাকাতি করার চেষ্টা করতে থাকে।
অন্য কক্ষের লোকজন জানতে পেরে সেখানে যাওয়ার চেষ্টা করলে তারা দ্রæত পালিয়ে যায়। চুরি যাওয়া মালামালের সঠিক তথ্য জানা যায়নি। বিষক্রিয়ায় প্রভাষক আবুল কালাম ঢালীর মা ও তার ছোট ছেলে অচেতন হয়ে পড়ে ছিল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]