পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আশাশুনি উপজেলার পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে চারদলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাপসন্ডা প্রভাতী যুব সংঘের ফুটবল ময়দানে ফাইনাল খেলায় ২০০৭ টু ২০১১ ব্যাচ কে চার শূন্য গোলে পরাজিত করে ২০১৭ টু ২০২৪ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এর আগে সকাল ন'টায় একই মাঠে প্রথম ও দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়।
পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বিচিত্র কুমার বাছাড়ের সভাপতিত্বে ও তারক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় উক্ত ফুটবল খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন, কাপসন্ডা প্রভাতি যুব সংঘের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাতী যুবসংঘের সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, অ্যালামনাই এসোসিয়েশন এর উপদেষ্টা জনাব তুষার কান্তি মন্ডল, রমজান আলী মোড়ল,সিনিয়র অ্যালামনাই মফিজুল ইসলাম, অনিমেশ মন্ডল । এছাড়া অ্যালামনাই এসোসিয়েশন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
বিজয়ী দলকে একটি ২১ ইঞ্চি গোল্ডকাপ ও রানারআপ দল কে ১৭ ইঞ্চি গোলকাপ প্রদান করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইদ্রিস আলী মোড়ল ও ভাষ্যকারের দায়িত্ব পালন করেন মফিজুল ইসলাম সারাফত। উক্ত খেলাটি এলাকার শত শত খেলা প্রেমিক শ্রোতা উপভোগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]