আশাশুনি ব্যুরো : আশাশুনির খাজরা ইউনিয়নের পিরোজপুর মৌজায় একটি ঘেরে মাছ মেরে লুটপাট, হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। এব্যাপারে ভোলানাথপুর গ্রামের মৃত হাজী আব্দুর রহমান মোল্যার পুত্র আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে আশাশুনি থানা ও সেনা ক্যাম্প বরাবর এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানাগেছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার সময় পিরোজপুর গ্রামের মৃত আনছার সরদারের পুত্র আবুল হোসেন, দূর্গাপুর গ্রামের মৃত নূরুল আমিন সরদারের পুত্র আনোয়ার পারভেজ গংরা বেআইনীভাবে দলবদ্ধ হয়ে দা, লাঠি, লোহার রড, মাছ ধরার টানা জাল, খেপলা জাল, ঝুড়ি বস্তা নিয়ে আবু বক্কারের ঘেরের কর্মচারী আমিরুলকে মারপিট করে তাড়িয়ে দেয়। তখন আমিরুল আবু বক্কার সিদ্দিককে জানালে তিনি ঘেরে এসে মাছ ধরতে নিষেধ করেন। নিষেধ করার পর পরই আসামীরা আবু বক্কারকে হত্যার হুমকি দিয়ে মারার জন্য এগিয়ে আসেন। এসময় আসামীরা আবু বক্কার সিদ্দিকের ঘের থেকে সাদা মাছ যার আনুমানিক ১ লক্ষ টাকা, আটন পাটা নেট যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ও বিভিন্ন জিনিষপত্র ভাংচুর বাবদ ১৫ হাজার টাকা ক্ষতিসাধন করে চলে যায়। এব্যাপারে আবু বক্কার সিদ্দিক বাদী হয়ে ১৭ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]