আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ১২১ টি ঘরের চাবি ও জমির দলিলের টোকেন হস্তান্তর করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিত
গৃহের মালিকদের হাতে চাবি ও টোকেন হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের বাসস্থান নিশ্চিত করা কার্যক্রমের আওতায় প্রতাপনগরের ১২১ টি পরিবারের জন্য জমি ক্রয় করে সেখানে গৃহ নির্মান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাথে দেশের বিভিন্ন জেলার আশ্রায়ন-২ প্রকল্পের গৃহের সাথে প্রতাপনগরের গৃহ উদ্বোধন করেন। এবার সকল গৃহের চাবি ও জমির দলিলের টোকেন স্ব স্ব ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী চাবি ও টোকেন হস্তান্তর করেন। এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইমদাদুর রহমান, পিআইও অফিসের প্রতিনিধি ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]