আশাশুনি প্রতিনিধি ঃ ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে আশাশুনি উপজেলার প্রতাপনগরের আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার বেলা ১০ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ন্যাচার কনজারভেশন ভলেন্টিয়ার টিমের আয়োজনে টিমের প্রধান সমন্বয়কারী দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। অনুষ্ঠানে ১৯৭০ এর ১২ নভেম্বরের ঘুর্নিঝড়ের স্মৃতিচারণ ও উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তুলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, প্রতাপনগরের কৃতি সন্তান সাবেক এলজিইডি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ, নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সন্তান নুরে আযম সিদ্দিকী, আল হেরা একাডেমির পরিচালক সাংবাদিক আবু ছালেহ ও হাফেজ বাবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন এই ঘূর্ণিঝড়ের প্রভাব মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরো উজ্জীবিত করতে ভূমিকা রাখে। সুতরাং দেশের স্বাধীনতার সাথেও এই দিবসটি নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই ১৯৭০ এ ১২ নভেম্বরের প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের কান্না জড়িত এই দিনটি স্মরণে রাখতে এই দিনটিকে উপকূল দিবস হিসাবে ঘোষণা করা হোক। জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূল সুরক্ষা, উপকূল বোর্ডেরও দাবি জানান বক্তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]