আশাশুনির শোভনালী ইউনিয়নের বাটরায় মৎস্যঘের জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে বিধবা জরিনা খাতুন বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, বাটরা গ্রামের মৃত জোহর আলী গাজীর স্ত্রী বৃদ্ধা জরিনা খাতুন বাটরা মৌজায় বাড়ীর পার্শে পৈত্রিক ও খরিদা সূত্রে ছোট একটি মৎস্যঘের করে জীবিকা নির্বাহ করে থাকে। গত শুক্রবার সকালে একই গ্রামের মৃত গফ্ফার সানার পুত্র শহিদুল সানা দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মৎস্যঘের দখল নেওয়ার চেষ্টা করে। জরিনা খাতুন নিরূপায় হয়ে আশাশুনি থানায় ন্যায় বিচার পেতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য. ইতিপূর্বেও ঐ একই মৎস্য ঘের দখল নিতে গেলে জরিনা খাতুন শহিদুল সানার নামে ৪/৬/২০ তারিখে আশাশুনি থানায় ১৫৩নং একটি সাধারণ ডায়েরী করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]