
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন আশাশুনি উপজেলার কমলাপুর পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দিরের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেছেন।
বৃহস্পতিবার(২০ নভেম্বর)রাতে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর পূজা মন্ডপে উপস্থিত হয়ে মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
আর্থিক অনুদান প্রদানকালে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, "যার ধর্ম সে উৎসব করবে কোন বাঁধা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ধানের শীষের প্রতি সমর্থন কামনা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সবার সহযোগিতা চান।
এর আগে তিনি উপজেলার আরো ৪টি মন্দিরে ৬০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এবং পর্যায়ক্রমে আরো ৫ টি মন্দিরে দেওয়া হবে বলে তিনি জানান।
হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কমলাপুর পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সহ আশাশুনি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]