জি.এম আল ফারুক, আশাশুনিঃ আশাশুনি উপজেলার বুধহাটায় অতি বৃষ্টির ফলে প্লাবিত হয়ে আছে বুধহাটা গ্রাম সহ আশেপাশের কয়েকটি লোকালয়। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, একাকার হয়ে গেছে খাল বিল, জলমগ্ন হয়ে পড়েছে কাঁচা পাকা ঘরবাড়ি, ডুবে গেছে টয়লেট, সুপ্রিয় পানির টিউবওয়েল সহ বসতবাড়ির উঠান। পার্শ্ববর্তী বেতনা নদীতে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রাকৃতিক জলবদ্ধতায় বন্দী হয়ে পড়ে বুধহাটা এলাকার সাধারণ মানুষ।
বিষয়টি জানতে পেরে উপজেলা চেয়ারম্যান এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম রবিবার বিকালে সরেজমিন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা থেকে রেহাই পেতে এলাকার মানুষের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, বুধহাটা কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, যুবলীগ সাধারণ সম্পাদক এজদান আলী, সংরক্ষিত আসনের ইউপি সদস্যা দোলন খাতুন, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ফারুক হোসেন ঢালী, বুধহাটা যুব কিশোর সংসদের সাধারণ সম্পাদক আবু সাঈদ, কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]