আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় ভার্মি কম্পোষ্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৪ অক্টোবর) বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। ‘ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম এনামুল ইসলাম ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। অনুষ্ঠানে বিভিন্ন বøকের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ এবং দেড় শতাধিক কৃষক-কৃষাণী মাঠ দিবসে উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]