আশাশুনিতে জমিতে ধান রোপনের সময় অকস্মাৎ বজ্রপাতে এক শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বামনডাঙ্গা বিলে গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ফকিরের মাছের ঘেরে ১০ জন শ্রমিক ধান রোপনের কাজ করছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে শ্রমিকরা পুনরায় কাজে গেলে অকস্মাৎ বজ্রপাত ঘটলে, মধ্যম চাপড়া গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে কামরুল (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। একই গ্রামের মৃত মেছের সরদারের ছেলে আবুল খায়ের (৫৮) গুরুতর আহত হয়। ঘের মালিকের ছেলে গোলাম কিবরিয়া ও আজাদ আহত হয়েছে। আহতদের কান তালা লেগে আছে।
ঘের মালিক আঃ রহমান ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]