আশাশুনির মনিপুরে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৭টায় আশাশুনির আনুলিয়া ইউনিয়নের মনিপুর গ্রামে।
থানায় এজাহার সূত্রে জানা গেছে, মনিপুর গ্রামের জিনারুল ইসলামের বোন বেবী নাজমীন গংদের সঙ্গে একই গ্রামের আবু তোহা লিংকন গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে বেবী নাজমীনদের বাড়ীর ঘেরা-বেড়া ভাংচুর করে আবু তোহা লিংকনের লোকজন। এসময় বাড়ীর লোকজন বাঁধা প্রদান করলে তারা তাদেরকে দা, লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। এ হামলার ঘটনায় খায়রুল ইসলাম, বেবী নাজমীন, সুরাইয়া খাতুন, সাদিয়া খাতুন, জিয়াউর রহমান গুরুতর জখম হয়। আহত ৫ জনকে মঙ্গলবার রাতেই আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় বেবী নাজমিনের ভাই জিনারুল ইসলাম বাদী হয়ে জব্বার গাজীর পুত্র আবু তোহা লিংকনসহ ৭ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন।
এব্যাপারে অসহায় পরিবারটি ন্যায় বিচারের দাবী জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]