আশাশুনির মানিকখালী ব্রীজ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ব্রীজের ভার্চুয়াল উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের-এমপি।
ব্রীজটি বিগত ২৫/৫/২০১৭ তারিখে কাজ শুরু হয়ে ২৫/৫/২০১৯ তারিখে শেষ হয়। ব্রীজটির দৈর্ঘ্য ৩০৪ মিটার। ব্রীজের ফলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন প্রমুখ।
মানিকখালী ব্রীজটি উদ্বোধন হওয়ায় উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চলের ৪টি ইউনিয়নের মানুষের পারাপার সহ পাইকগাছা, কয়রা ও খুলনার সঙ্গে যাতায়াত ব্যবস্থার মাইল ফলক হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]