নিজস্ব প্রতিনিধি : সমৃদ্ধি কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী, কৈশোর কার্যক্রমের সদস্য, উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের সদস্য, প্রবীণ কার্যক্রমের সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় “উন্নয়ন (একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান) সংস্থার বাস্তবায়নে রবিবার (২২ জুন) উন্নয়ন সংস্থা শোভনালী শাখা অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাবের হোসেনের পরিচালনায় সমৃদ্ধি কর্মসূচির উপজলো কর্মসূচি সমন্বয়কারী এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ টুটুল হোসেন। আরো উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন, বিভিন্ন জনপ্রতিনিধি, সমৃদ্ধি শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্রত্যেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]