আশাশুনির শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের ৮২০ ফুট ইটের সোলিং রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি-১ম কিস্তি) এর ৭ নং প্রকল্পের আওতায় বৈকরঝুটী গ্রামের হরমুজ ঢালীর মোড় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইটের সোলিং রাস্তার সংস্কার কাজে ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।
৮২০ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট প্রস্থের রাস্তাটি ওয়ার্ড সভাপতি অনিতা রানী সরকার এর তত্বাবধানে কার্যক্রম পরিচালনা করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মামুন মারিয়া এন্টারপ্রাইজ। ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান- ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (বিবিজি-১ম কিস্তি) এর আওতায় পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত ইটের সোলিংয়ের গ্রামীন সড়ক গুলো প্রয়োনজনীয়তার ভিত্তিতে সংস্কার করা হচ্ছে। ধীরে ধীরে সবগুলো রাস্তা চলাচলের উপযোগী করে তুলতে আপ্রান চেষ্টা করব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]