জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনির শ্রীউলায় মোবাইল অ্যাপসের মাধ্যমে দুর্যোগ পরিষেবা বিষয়ক প্রশিক্ষণ এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রাকটিক্যাল এ্যাকশন এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। তিনি বলেন, মোবাইল এপ্লিকেশনটি তৈরির পিছনে মূল উদ্দেশ্য হলো যেন বিভিন্ন সংস্থাগুলি সমন্বিতভাবে কাজ করতে পারে, যাতে ঝুঁকিহ্রাসের প্রচেষ্টা সুসংগঠিত হয় এবং প্রক্রিয়াটি এমনভাবে সুনিশ্চিত করা যায়, যাতে কেউ অবহেলিত বা পিছনে পড়ে না থাকে।
এই প্রক্রিয়াটি বিভিন্ন কাজের সমন্বয়হীনতা এবং চলমান প্রচেষ্টাগুলির দূর্বলতাগুলি হ্রাস করতে ও সহায়তা করবে। সেজন্য মোবাইল প্রযুক্তি প্রয়োগের বিশাল সম্ভবনা রয়েছে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশে। এটি একটি সুন্দর এবং প্রশংসনীয় উদ্যোগ। উপকূলীয় স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সদস্যাবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি স ালনা করেন প্রাটটিক্যাল এ্যাকশনের মাঠ সহায়ক আব্দুল করি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com