আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল নাকতাড়া কালিবাড়ী বাজারস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ চারা বিতরণ করা হয়।
এলাকার পরিবেশকে অটুট রাখা, অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা, নাইট্রোজেনের প্রভাব দূর করার পাশাপাশি ফলের চাহিদা মেটাতে সরকার দেশ ব্যাপী বৃক্ষ রোপন, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপনের ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে।
এরই অংশ হিসাবে কৃষি বিভাগের মাধ্যমে সরবরাহকৃত নারিকেল গাছের চারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, “মাদার তেরেসা স্বর্ণ পদক” প্রাপ্ত শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় (দীপু)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা তার প্রতিনিধির হাতে গাছ তুলে দিয়ে গাছগুলো যাতে বিদ্যালয়ের সুবিধা জনক স্থানে রোপন করা হয় সেব্যাপারে পরামর্শ প্রদান করেন চেয়ারম্যান দীপু। গাছগুলো সুরক্ষা ও পরিচর্চার ব্যাপারেও তিনি সতর্ক থাকতে আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]