জি এম আল ফারুক: আশাশুনি উপজেলার শ্রীউলায় মৎস্যজীবি (জেলে কার্ডধারী) দের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১০.৩০ টায় এ চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সরকার নিষিদ্ধকালীন সময়ে যে সব মৎস্যজীবি সাগরে মাঝ ধরা থেকে বিরত থাকেন তাদের আয় উপার্জন বন্ধ থাকা সময়ে সংসার নির্বাহ নিশ্চিত করতে সহায়তা প্রদান করে থাকেন। এরই অংশ হিসাবে শ্রীউলা ইউনিয়নের ২৪৬ মৎস্যজীবি পরিবারকে ৩০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত চাউল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। এসময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মোঃ আবু বিল্লাল হোসেন, ইউপি সচিব অমর কান্তি রায়, ইউপি সদস্যবৃন্দ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক মেহরাব অপি, গ্রাম পুলিশবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]