আশাশুনির শ্রীউলায় জমি বায়নাপত্র করে রেজিস্ট্রি না করায় আশাশুনি থানায় ও সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে জানাগেছে, শ্রীউলা গ্রামের মৃত আব্দুল আজিজ হাসানের পুত্র এস,এম মোহায়মেন একই গ্রামের মৃত তাসকিন উদ্দীনের পুত্র তৌফিক উদ্দীন আহমেদের নিকট থেকে শ্রীউলা মৌজায় ৯০ শতক জমি ক্রয়ের জন্য ১১ লক্ষ ৫০ হাজার টাকার চুক্তিতে বায়নাপত্র করেন।
বায়নাপত্র করে ২৯/০৯/২০২০ তারিখে খুলনা এবি ব্যাংক থেকে এস,এম মোহায়মেন ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। যা ঐদিনই তৌফিক উদ্দীন আহমেদ ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করার পর বিভিন্ন কাগজপত্রের সমস্যা সৃষ্টি হওয়ায় কোবলা দলিল করতে বিলম্ব হয়। এই সুযোগে তৌফিক উদ্দীন আহমেদ উক্ত সম্পত্তি জাফর আলী সরদারের পুত্র ইকবাল হোসেন ও সোহরাব গাজীর পুত্র নূর মোহাম্মাদ গাজীর নামে পাওয়ার অব এ্যাটর্নী করে দেন।
ঘটনাটি মোহায়মেন জানতে পেরে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে বিভিন্ন তালবাহানা শুরু হয়। এব্যাপারে মোহায়মেন উপায় অন্ত না পেয়ে তৌফিক উদ্দীন আহমেদের নামে লিগ্যাল নোটিশ সহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশাশুনি থানার এসআই জাহাঙ্গীর সেলিম তদন্ত পূর্বক একটি প্রতিবেদন পাঠিয়েছেন। এঘটনায় প্রতারনার শিকার এসএম মোহায়মেন ন্যায় বিচার দাবী করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]