বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকান্ডে আশাশুনি সদরের শ্রীকলস গ্রামে ৩ ভাইয়ের ৫টি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশানের দুটি ইউনিটের সদস্যরা আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, খবর পেয়ে তিনি দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রীকলস গ্রামের মৃত আফিল গাজীর ছেলে জয়নাল হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনের ২টি বসত ঘর, ২টি রান্না ঘর ও ১ টি বাথরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেলেও প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন ঘটনাস্থানে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দিকনির্দেশনা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন জানান, তিনি আগুন নেভাতে কাজ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রাথমিক ভাবে চাউল, কাপড় চোপড় ও সন্তানদের পড়ার জন্য ক্লাসের বই দিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]