আশাশুনিতে ফল প্রযুক্তি গ্রাম স্থাপনের লক্ষ্যে লবণ সহনশীল কদবেল চারা বিতরণ করা হয়েছে। সদর ইউনিয়নের শ্রীকলস আশ্রয়ন প্রকল্পে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় কদবেল চারা বিতরণ করা হয়।
রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন। আশাশুনি সদরের শ্রীকলস আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী প্রত্যেক পরিবারকে লবণ সহনশীল কদবেল চারা বিতরণ করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিক, ইকরামুল হোসেন, রফিকুল ইসলাম, নাজমুস সাকিব, উৎপল আহমেদ, তরিকুল ইসলাম, সুখদেব কুমার সাধু, আরিফুজ্জামান ও প্রকল্পের সভাপতি হাসানসহ আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]