আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় শারদীয়া দুর্গোৎসব আয়োজনকারী ১০৮টি দুর্গা মন্দিরকে সরকারি সহায়তা ও এমপি রুহুল হকের ব্যক্তিগত সহায়তার টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে আশাশুনি সদর মন্দির প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে টাকা বিতরণ করা হয়। সরকার কর্তৃক পূজা মন্দিরের জন্য বরাদ্দকৃত টাকা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র ব্যক্তিগত তহবিল হতে বরাদ্দকৃত টাকা উপজেলার পূজা উদযাপন পরিষদের হাতে পৌছানো হয়।
পূজা উদযাপন পরিষদ বৃহস্পতিবার ১১ ইউনিয়নের ১০৮টি দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি অনুদানের (প্রত্যেক মন্দিরের জন্য) ১৯ হাজার ৬২৫ টাকা ও এমপি মহোদয়ের পক্ষ থেকে অনুদানের ১০০০ টাকা করে তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি উপস্থিত ছিলেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, কালিপদ, সমীরন কুমার, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে টাকা বিতরণ করেন। এসময় সকল ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারী উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]