আশাশুনি উপজেলার সকল ইউনিয়নে করোনা ভাইরাস রোধে প্রতিষেধক করোনা টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (৮ জুলাই) একযোগে সকল কেন্দ্রে টিকা প্রদান করা হয়। উপজেলার ১১ ইউনিয়নের ৩৩ টি ওয়ার্ডে ৩৩ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।
সকল কেন্দ্রে ১ম থেকে ৪র্থ ডোজের টিকা প্রদান করা হয়। আশাশুনি উপজেলার সকল ওয়ার্ডে টিকাদানের জন্য টার্গেট ছিল ৯ হাজার ৯৫৭ জন। অর্জিত হয়েছে ৪ হাজার ৯৮৮ জন। বাকীদের আগামী (১১ জুলাই) টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে টিকা কার্যক্রম সফল ভাবে পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়। এদিকে শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং নিজে ৪র্থ ডোজ গ্রহণ করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। এ সময় বীরমুক্তিযোদ্ধা রুহুল-আমীন, শিক্ষক শামীমুজ্জামান পলাশ, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশান: আশাশুনির শ্রীউলায় করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে টিকা গ্রহন করছেন ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]