জি এম আল ফারুক, আশাশুনি: দেশের চলমান পরিস্থিতি ও আইন শৃংখলা রক্ষার কথা বিবেচনায় রেখে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেছেন আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
বুধবার (৭ জুলাই) পৃথক পৃথক ভাবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও কৃষ্ণা রায়, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মুর্তজা, এসিস্ট্যান্ট সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, যুব সভাপতি রুকনুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ সহ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, কুল্যা ইউনিয়ন সভাপতি (যুব বিভাগ) আক্তারুজ্জামান প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন।
এসময় দেশের সৈর শাসনের অবসানের পরবর্তীতে দেশের কোন কোন স্থানে অনাকাঙ্খিত ঘটনা ও আইন শৃংখলা বিনষ্টের বিষয় উত্থাপন করে জামাতের নায়েবে আমীর বলেন, আমরা আইন শৃংখলা রক্ষা ও মানুষের জানমালের ক্ষতি না হয় সেব্যাপারে রাতদিন কাজ শুরু করেছি।
ইনশাল্লাহ আইন শৃংখলা বাহিনী, সেনা বাহিনীর পাশাপাশি আমরাও সতর্কাবস্থায় মানুষের পাশে থেকে কাজ করবো। তিনি সকলকে সচেতনতা ও সতর্কতার সাথে দায়িত্বশীলভাবে স্ব স্ব দায়িত্ব পালনের আহবান জানান।
পরবর্তীতে জামায়াত নেতৃবৃন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে তাদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ এবং জোহর সালাত বাদ উপজেলা পরিষদ জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]