আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে কারিতাস জার্মানির অর্থায়নে পরিচালিত দুর্যোগ ঝঁুকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাশ, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কমর্কতা রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, একাডেমিক সুপারভাইজর হাসানুজ্জানসহ বিভিন্ন দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ। সভায় দূর্যোগ প্রস্তুতি সম্পর্কে পিআইও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা ও দায়িত্ব জোরদার করার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]