সাতক্ষীরার আশাশুনি ও দেবহাটায় বিএনপি'র সাংগঠনিক টিমের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ও বিকেলে দেবহাটার সখিপুর কলেজে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের বিএনপি'র সাংগঠনিক টিমের প্রধান ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক মেয়র গাজী আখতারুল ইসলাম।
পৃথক ওই দুই সভায় সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের আশাশুনি উপজেলা, দেবহাটা উপজেলা ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। খুব দ্রুত সার্চ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম।
এ সময় সংশ্লিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]