আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বোরো মৌসুমে কৃষকের ধান ক্ষেত পরিদর্শন করলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম।
রবিবার সকাল ১০ টায় উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের রজব আলী বিশ্বাসের ছেলে (রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক) বিএম আলাউদ্দীন ও মান্নান গাজীর যৌথ বোরো ব্লকের ৯ বিঘা জমির ধান ক্ষেত পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ধান ক্ষেত দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, কীটনাশক বেশি ব্যবহার করা যাবে না।
বর্তমান অবস্থা ও পোকা মাকড় প্রতিরোধে সময় অনুযায়ী কীটনাশক ব্যবহার করা এবং ঘন ঘন পার্চিং ব্যবহারসহ বিভিন্ন বিষয় পরামর্শ দেন।
এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুস সাকিব শাওন, আসাদুল ইসলাম, দীপক কুমার মল্লিক, কৃষি অফিসের ক্লার্ক তর্জব আলীসহ স্থানীয় কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]