জিএম আল ফারুক : আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। গত ২৮ জুলাই যশোর শিক্ষাবোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ অ্যাডহক কমিটি অনুমাদেন দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষকের ০৪-০৭-২০২৪ তারিখের অনলাইন আবেদন (আইডি-২৭৭৩৬) এর প্রেক্ষিতে নির্দেশক্রমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ২৩-০৬-২০২৪ তারিখের ৬/৪৯৫১ ও৩৭.১১.৪০৪১,৫০১.০১.৬.২০১৭৮৯৬ স্মারক নম্বরের অনুমতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ- প্রবিধান (১) এর অধীনে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতি আশাশুনি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি স,ম সেলিম রেজা মিলন। শিক্ষক সদস্য (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনানেীত) সহকারী শিক্ষক অভিজিত মল্লিক, অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) মোঃ ইলিয়াছ সরদার ও সদস্য সচিব হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক। অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে ্য়ঁড়ঃ;মাধ্যমিক ও উচ্চ সাধ্যমিক শিক্ষা বার্ডে, যশারে (মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ১০ এর উপ প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমাদেনের জন্য বোর্ডে
দাখিল করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]