বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলার ৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিলুপ্তি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, কমিটির মেয়াদ উত্তীর্ণ, সাংগঠনিক কার্যক্রম না থাকা এবং কমিটির সদস্যের মৃত্যুবরণ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াসহ বিভিন্ন কারণে ৩টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিলুপ্ত ঘোষিত ইউনিয়ন ৩টি হলো, বড়দল ইউনিয়ন ছাত্রলীগ, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ ও শোভনালী ইউনিয়ন ছাত্রলীগ। বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আগামী ৫ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]