আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের চর তেতুলিয়ায় ভয়াবহ নদীভাঙনে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। প্রবল স্রোত ও ঢেউয়ের তাণ্ডবে মসজিদ ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই শতাধিক পরিবার বসতভিটা হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছে।
নদীর পাড় ঘেঁষে বসবাসকারী মানুষজন জানান, গত কয়েক দিনে ভাঙনের গতি আশঙ্কাজনকভাবে বেড়েছে। নদীর পানি ও ঢেউয়ের আঘাতে শুধু বসতবাড়িই নয়, স্থানীয় মসজিদ, কবরস্থান ও অন্যান্য স্থাপনা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো মুহূর্তে মসজিদটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ পরিস্থিতিতে মসজিদ কমিটির পক্ষ থেকে জরুরি প্রতিরক্ষা বাঁধ ও সংস্কার কাজের দাবি জানানো হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বলেন,যত দ্রুত নদীশাসন, ড্রেজিং এবং বাঁধ নির্মাণের কাজ শুরু না হয়, তাহলে চর তেতুলিয়া একদিন মানচিত্র থেকে হারিয়ে যাবে। এর সঙ্গে হারিয়ে যাবে কবরস্থান ও মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও।”
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এলাকায় বড় ধরনের সামাজিক বিপর্যয় দেখা দিতে পারে।চর তেতুলিয়া এলাকায় জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ স্থাপন
এলাকাবাসী স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও জন প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নদীভাঙন রোধ করা হোক, যাতে শতাধিক পরিবার তাদের বসতভিটা ও সামাজিক অবকাঠামো রক্ষা করতে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]