মেহেদী হাসান শিমুল: আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এসকে হাসান সাধারন সম্পাদক ও প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এসএম হাসানুজ্জামান তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।
জানাগেছে, বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে শরিফুজ্জামান মুকুল শিকারী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এসকে হাসান ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষনা করা হয়। অপরদিকে, সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে আকাশ হোসেন, এম এম নুর আলম ও বাহাবুল হাসনাইন তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে প্রভাষক আশিকুর রহমান আশিক ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তাকে নির্বাচিত ঘোষনা করা হয়। এদিকে, সভপাতি পদে তিনজন প্রার্থীর মধ্যে এসএম আহসান হাবিব তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু জিএম আল ফারুক ও সমীর রায় দুইজন প্রার্থী থাকায় আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]