জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুর ১২ টায় চাপড়া রিভারভিউ কেঁওড়া পার্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম। এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবে সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ।
সাধারণ সম্পাদক এসকে হাসান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সহ-সভাপতি এমএম সাহেব আলী, আশাশুনি প্রেসক্লাবে সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, প্রচার, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক এসকে বাদশা।
রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এমএম নুর আলম সহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চতুর্থবারের জন্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত সাংবাদিকগণ তাদের বিভিন্ন সমস্যা উপজেলা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]