আশাশুনি প্রতিনিধি: আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন জমে উঠেছে। আগামী (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬১১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে স্কুলে স্কুলে শিক্ষকদের ভিতরে উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রার্থীরা সকাল থেকে গভীর রাত অবধি শিক্ষকদের স্কুলে স্কুলে, বাড়ীতে যেয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। নির্বাচনে গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ এবং কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সভাপতি পদে প্রতিদ্বন্দীতা করছেন।
গোয়ালডাঙ্গা ফকির বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল এবং সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করছেন। কয়েকজন শিক্ষকের সঙ্গে এ প্রতিবেদকের আলাপ হলে তারা জানান, পরিমল কুমার দাশ ও সুশান্ত কুমার মন্ডল শিক্ষক নির্বাচন জরিপে এগিয়ে আছেন।
এছাড়া কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম তুষার সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি প্রার্থী গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ এ প্রতিবেদককে জানান, আমি নির্বাচিত হতে পারলে সমিতির নিজস্ব জায়গায় অফিস নির্মাণ করার চেষ্টা করব। প্রতি ৬ মাস পর পর সমিতির আয়-ব্যয়ের হিসাব প্রদান করব। সরকারের নীতিমালার আলোকে শ্রেণি পাঠদান নিশ্চিত করব। সর্বপোরি শিক্ষকদের সুখে দুঃখে পাশে থাকব। সাধারণ সম্পাদক প্রার্থী গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল জানান, আমি নির্বাচিত হতে পারলে সমিতির স্থায়ী অফিস নির্মাণ করব।
সকল সাধারণ শিক্ষক কর্মচারীদের সুখে দুঃখে পাশে থাকব। সকল শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তিতে হয়রানি বন্ধ করার চেষ্টা করব।
ক্যাপশান : সভাপতি পদে প্রধান শিক্ষক পরিমল দাশ, আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সুশান্ত মন্ডল এবং বিনা প্রতিদ্বন্দীতায় সাংগঠনিক সম্পাদক তুষার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]