আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় কলেজ চত্বরে শুরুতেই জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম।
প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক শিরিন বাহার যুথির উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, অসরপ্রাপ্ত অধ্যাপক রুহুল কুদ্দুস, সুবোধ চক্রবর্তী, বিধান কুমার মন্ডল, বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সম্পাদক মিঠুন ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে পায়রা উড়িয়ে ওসি মমিনুল ইসলাম ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এরপর ক্রীড়া শিক্ষক পবিত্র কুমার দাশ, দীপঙ্কর কুমার মল্লিক, জাহিদুল ইসলাম সহ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির পরিচালনায় বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]