আশাশুনি অফিস ঃ আশাশুনি উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও চিকিৎসা সহায়ক সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। তিনি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের নিকট এসকল সামগ্রী হস্তান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সাপ্লায়ার মেশিন, অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, ইসিজি ও আই.পি.এস হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাইকা প্রতিনিধি দেবু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, ইঞ্জিঃ আবম মোসাদ্দেক, স,ম সেলিম রেজা মিলন, প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]