আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন উন্নয়ন সহযোগি সংস্থা (এনজিও সমূহ) এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করা হয়।
র্যালী শেষে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় "আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান ও সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ।
অনুষ্ঠানে ব্র্যাকের ওয়াশ প্রজেক্টের কর্মসূচি সংগঠক মোঃ তাজাম্মুল ইসলাম, জেলা ব্যবস্থাপক হাসিনুর রহমান এবং ইপিআরসি, ফ্রেন্ডশীপ ও ন্যাজ্যারীন মিশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্য সম্মতভাবে হাত ধোয়ার পদ্ধতি হাতে কলমে দেখানো হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]