জঙ্গি সংগঠনের সাথে জড়িত সন্দেহে ছয় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে ভারতের আসাম রাজ্যের পুলিশ। আসামের বরপেটা জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছয়জনই ভারতীয় নাগরিক, শনিবার তাদের অসমের স্থানীয় আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়া হয়।
এরা হল জাহিদুল ইসলাম (৩৯), মুফতি সুলেইমান আলি (৩৩), রশিদুল ইসলাম (২৮) এবং মোসারফ হোসেন (২৭), সাদ্দাম হুসেন (২৫) এবং মোকিবুল ইসলাম (২৪)।
এর মধ্যে মোকিবুলের সাথে ভারতের কেরল ভিত্তিত কট্টরবাদী মুসলিম সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ (পিএফআই)-এর সাথে যোগ আছে বলে বলে জানতে পেরেছে পুলিশ। এদের কাছ থেকে ১৫ টি মোবাইল ফোন, ২০ টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১২১ (রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ), ১২১এ (রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র) সহ ইউপিএ আইনের অধীন ১৭,১৮,১৮বি (জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ, ষড়যন্ত্র, নিয়োগ দেওয়া) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বরপেটার পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান ‘বিশেষ তথ্যের ভিত্তিতে শুক্রবার বরপেটার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার তাদের আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গি কার্যকলাপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে। ’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]