সাতক্ষীরা প্রতিনিধি : পতিত স্বৈরাচার আওয়ামীলীগের বিচারের দাবিতে সাতক্ষীরায় গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে গণজমায়েত শেষে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আল ইমরান, নাজমুল হোসাইন।
এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের সকল পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিছিলে শিক্ষার্থী হই হই আওয়ামীলীগ গেলি কই, আমার সোনার বাংলায় আওয়ামীলীগের ঠাই, নাই, অবিলম্বে আওয়ামীলীগের বিচার করতে হবে বলে বিভিন্ন স্লোগান দেয়।
উল্লেখ ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। তার পর তাদের নেতাকর্মীরা দেশের বাইরে চলে যায়।আবার অনেকে আত্মগোপনে চলে যায়।এরই মধ্যে ১০ নভেম্বর সারাদেশে ফেসবুকে কর্মসূচি ঘোষনা দেয় তারা। এরই প্রতিবাদে আওয়ামীলীগের বিচারের দাবীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করে। তবে সারাদিন শহরের কোথাও আওয়ামীলীগের কোন নেতাকর্মীদের দেখা যায়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]