আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহ করে তা জমা দিলেন কলারোয়ার কেরালকাতা ইউপি'র আসন্ন নির্বাচনের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি।
৫ম ধাপের ইউপি নির্বাচনে অংশগ্রহণের জন্য বুধবার (১ ডিসেম্বর) রাজধানী ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেন তিনি। বুধবার ছিল এই মনোনয়ন পত্র জমার শেষ দিন।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি মোরশেদ এক প্রতিক্রিয়ায় সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা ও কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া সমর্থন কামনা করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ নভেম্বর) স্থানীয় কাজিরহাট বাজারের দলীয় কার্যালয়ের পাশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের লিখিত নির্দেশনায় দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য তৃনমুলের কাউন্সিলরদের সমর্থনের জন্য একটি বর্ধিত সভার আয়োজন করে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগ। ওই সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেই বর্ধিত সভায় কেরালকাতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চেয়ারম্যান সম মোরশেদ আলীকে নির্ধারণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]