দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার প্রতিবাদে কলারোয়ায় আটককৃত আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কলারোয়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৃথক স্থানে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলা পরিষদের গেটের সামনে ও মুক্তিযোদ্ধা সংসদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এহেন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও হামলার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পৃথক মানববন্ধনে অংশ নেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তা, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন সহ বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]