ইউক্রেনে হামলার চতুর্থ দিনে রোববার আরও একটি শহরের সব প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।
বেরডিয়ানস্ক শহরের মেয়র নিজেই স্বীকার করেছেন, তার শহর রুশ সেনারা দখল করে নিয়েছে। খবর আনাদোলুর।
শহরটির মেয়র অলেকসানদর সিভিডলো এক ভিডিওবার্তায় বলেছেন, ভারি সামরিক যানের বিশাল বহর নিয়ে রুশ বাহিনী তার শহরে ঢুকে পড়েছে।
শহরে ঢুকেই রুশ বাহিনী দাবি করেছে, তারা শহরটির সব প্রশাসনিক ভবনের দায়িত্ব নিয়েছেন।
তারা ইউক্রেনীয়দের সতর্ক করে বলেন, আজ রাত হবে আপনাদের জন্য ভয়নক কঠিন এক রাত। ভালো চান তো কেউ বাসা থেকে বের হবেন না।
বেরডিয়ানস্ক শহরটি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি বন্দরনগরী। এক লাখেরও বেশি মানুষের বসবাস এ শহরটিতে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]