ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে নিতে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ও শপিং সেন্টার লক্ষ্য করে সোমবারও (২১ মার্চ) গোলা হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।
এসব হামলায় নতুন করে বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৮ হাজারের বেশি মানুষ।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সোমবার (২১ মার্চ) কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন ও শপিংমল লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় পুতিন বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। বাস্তচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। রাশিয়ার একের পর এক হামলার মুখে স্থানীয়রা কতটা অসহায় হয়ে পড়েছেন তা বোঝা গেল কিয়েভের এক বাসিন্দার কথায়। তিনি বলেন, রাশিয়া শপিংমল, হাসপাতাল এবং বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে কী অর্জন করতে চায় বা তারা আসলে কী চায় আমরা বুঝতে পারছি না। শহরের কোথাও আমরা নিরাপদ নই।
এদিকে কিয়েভের শপিংমলে হামলার ভিডিও প্রকাশ করে এর ব্যাখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ওই শপিংমলটি সামরিক কাজে ব্যবহার করে আসছিল ইউক্রেনের সেনাবাহিনী। রকেট ছোড়ার পাল্টা ব্যবস্থা হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি ক্রেমলিনের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, কিয়েভ উপকণ্ঠের বিভিন্ন আবাসিক এলাকা থেকে গত কয়েক দিন ধরে আমাদের সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়ে আসছিল ইউক্রেনের সেনারা। একই সঙ্গে শপিংমলের আশপাশের এলাকাও সামরিক কাজে ব্যবহার করছিল তারা। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
এর আগে সোমবার (২১ মার্চ) ইউক্রেনের খারসন শহরে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন শত শত ইউক্রেনীয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে রুশ সেনাবাহিনী। মুহূর্তেই রণক্ষেত্র হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন।
এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে চলমান সংঘাতে মানবিক সহায়তার বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। কিয়েভকে নতুন করে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা রেড ক্রসের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। এর আগে, গত ৯ মার্চ কিয়েভকে ৭ লাখ ৯১ হাজার ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেয় বেইজিং। এর মধ্যে রয়েছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]