ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনার জন্য ‘নীতিগতভাবে’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
হোয়াইট হাউসের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আগ্রাসন না চালালেই কেবল ফ্রান্সের প্রস্তাবিত এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে নাজুক নিরাপত্তা সঙ্কটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের প্রস্তাব আসতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও পুতিনের মধ্যে দুটি টেলিফোন কলে মোট প্রায় তিন ঘণ্টা কথা হওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের প্রস্তাবটি ঘোষণা করে।
স্থানীয় সময় সোমবার সকালে বাইডেনের সঙ্গে ১৫ মিনিট ধরে কথা বলার পর ম্যাক্রোঁ মস্কোর দ্বিতীয়বারের মতো পুতিনের সঙ্গে কথা বলেন।
ম্যাক্রোঁর দপ্তর জানায়, সম্ভাব্য এ শীর্ষ বৈঠকের বিস্তারিত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠকে আলোচিত হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, ম্যাক্রোঁর সঙ্গে প্রথম ফোন কলে পুতিন এ সঙ্কটের ‘একটি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার’ দেয়া দরকার বলে সহমত হন এবং অস্ত্রবিরতির লক্ষ্যে ‘পরবর্তী কয়েক ঘণ্টা ধরে ব্যাপক কাজ’করার আশ্বাস দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]