ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় তালা উপজেলার সকল এলাকায় শুরু হয়েছিল নির্বাচনী প্রচার প্রচারণা। দ্বিতীয় দফায় আবারও নির্বাচন স্থগিত হওয়ায় ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নির্বাচন কমিশন প্রথম দফায় সারাদেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রথম দফায় নির্বাচননের তারিখ পিছিয়ে ২১ জুন ঘোষণা করে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ঘোষিত তারিখ অনুযায়ী প্রার্থীরা গণসংযোগ মতবিনিময় সভা চালাতে থাকে।
হঠাৎ করেই সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক একসপ্তাহ লকডাউন ঘোষণা করে। এদিকে সব পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন সাতক্ষীরা জেলাসহ খুলনা বিভাগের সকল এলাকার ২১ জুনের নির্বাচন স্থগিত ঘোষণা করে। নির্বাচন স্থগিত হওয়ার খবর মাঠ পর্যায়ে পৌঁছালে ভোটার কর্মী সমর্থক ও প্রার্থীদের মধ্যে হতাশা নেমে আসে।
এ ব্যাপারে কথা হয় ভোটার রফিকুল ইসলামের সাথে। তিনি হতাশা ব্যক্ত করে জানান, নির্বাচন আর হয়তো হবে না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী এ প্রতিবেদককে জানান আমরা আর পারছি না। দীর্ঘদিন থেকে আমরা মাঠে আছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি। পাশ ফেল যা হয় ভোট হয়ে গেলে বাচতাম। এখন মাঠ ছাড়লে কর্মীরা হাতছাড়া হয়ে যায়। না পারছি সরে আসতে না পারছি অপেক্ষা করতে। সব মিলিয়ে মহাটেনশনে আছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]