চট্টগ্রামের সাতকানিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর স্ট্রোক করে আনোয়ার হোসেন (৫৬) নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে নৌকা প্রতীকের প্রার্থীর নাছির উদ্দিন টিপু এবং স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কয়েকজন আহত হন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর বলেন, ‘দুই প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর স্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]