কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত উপজেলা ইটনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩আগস্ট (সোমবার) সকালে উপজেলার ধনু নদ থেকে মরদেহগুলো স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন উপজেলার মাগুরী গ্রামের মো. মোখলেছ মিয়ার নববিবাহিত স্ত্রী সুমাইয়া আক্তার (১৮), বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫) এবং নৌকার মাঝি হাসান আলী (৬৫)।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে মাঝি হাসান আলী ইঞ্জিনচালিত ছোট একটি নৌকায় ১০ জন যাত্রী তোলেন। তাঁরা ঈদে বেড়ানোর উদ্দেশ্যে নৌকায় ওঠেন। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে তীরের কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদ ডুবে যায়।
সুত্র প্রথম আলো
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]