আগেই রচনা হয়েছিল ইতিহাস। প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয় ইংলিশদের বিপক্ষে। এরপর টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। এবার হলো আরও বড় ইতিহাস।
টাইগাররা প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে।
ওয়ানডেতে সিরিজ হারার পর অনেকেই বলেছিল, `ইংলিশ পরীক্ষায় পাশ করেত পারেনি টাইগাররা। 'তবে সিরিজ খোয়ালেও ধবলধোলাই হয়নি তামিমের দল। টাইগাররা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল।
কিন্তু টি-টোয়েন্টিতে মুদ্রার ওপিঠ দেখাল বাংলাদেশ। চট্টগ্রামে দাপুটে জয়ের পর মিরপুরেও বেন স্টোকসদের দাঁড়াতে দিল না টাইগাররা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাওয়াশ করে ছেড়েছে।
এবার যেন ইংলিশরা বাংলা পরীক্ষায় কোনো নম্বরই তুলতে পারলো না।
বিপরীতে টি-টোয়েন্টিতে খানিকটা দুর্বল হিসেবে পরিচিত হলেও এবার যেন ভিন্ন রূপ দেখাল সাকিব আল হাসানের দল।
ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং নয়। এবার বাংলাদেশ দলীয় একতায় বাজিমাত করেছে। ব্যাটিংয়ে ঘাটতি সামলে নিয়ে বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে। আবার বোলিংয়ের ঘাটতি সামলে নিয়েছে ব্যাটে।
এককথায় অসাধারণ খেলেই সিরিজটা কব্জাগত করে নিয়েছে মোস্তাফিজ তাসকিন, লিটনরা। এবার উইকেটের সুবিধা নেওয়ার রবটাও শোনা যায়নি খুব একটা। এবার ঘরের মাঠে ছিল টাইগারদের দক্ষতার সুনিপুণ প্রদর্শনী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]